কবিতার নাম : জড়িয়ে রেখ অন্তরে 656 0
ছবি,কবিতার কথা বলে !
জড়িয়ে রেখ অন্তরে
নীলিমা সুলতানা
এই ছেলে শুন,
যখন তখন এতো অভিযোগ
আমার ভালো লাগেনা।
চিরদিনই অগুছালো এই আমি।
হুট করে কখনো যদি বল
একটা শাড়ী পরতো,
তা কিন্তু আমাকে দিয়ে
একদম হবে না।
খোঁপায় গোলাপ গুজার
অভ্যেস ছিল না কোন কালেই
কানের কাছে সারাক্ষণ
ঘ্যান ঘ্যান করবেনা
একটু কাজল পড়না চোখ দুটোতে।
নগ্ন পায়ে শিশির ভেজা ঘাসে
হাঁটতে খুব ভালোবাসি
পারলে হাত দু'টো রাখো হাতে।
রাত জাগা পাখি হতে
খুব ভালো লাগে
পারলে সঙ্গতা দিয়ো সাথে।
এলো চুলে হারিয়ে
যেতে মানা নেই
হারিয়ে যেতে পার সেখানে।
ভালোবাসতে বাধা নেই
সারাক্ষণ ভালোবেসে
জড়িয়ে রেখ অন্তরে।