Khoborerchokh logo

কবিতার নাম : জড়িয়ে রেখ অন্তরে 656 0

Khoborerchokh logo

ছবি,কবিতার কথা বলে !

জড়িয়ে রেখ অন্তরে 
       নীলিমা সুলতানা 
 এই ছেলে শুন,
যখন তখন এতো অভিযোগ 
আমার ভালো লাগেনা।
চিরদিনই অগুছালো এই আমি।
হুট করে কখনো যদি বল
একটা শাড়ী পরতো,
তা কিন্তু আমাকে দিয়ে 
একদম হবে না।
খোঁপায় গোলাপ গুজার 
অভ্যেস ছিল না কোন কালেই 
কানের কাছে সারাক্ষণ 
ঘ্যান ঘ্যান করবেনা
একটু কাজল পড়না চোখ দুটোতে। 
নগ্ন পায়ে শিশির ভেজা ঘাসে
হাঁটতে খুব ভালোবাসি
পারলে হাত দু'টো রাখো হাতে।
রাত জাগা পাখি হতে 
খুব ভালো লাগে
পারলে সঙ্গতা দিয়ো সাথে। 
এলো চুলে হারিয়ে
যেতে মানা নেই
হারিয়ে যেতে পার সেখানে। 
ভালোবাসতে বাধা নেই
সারাক্ষণ ভালোবেসে 
জড়িয়ে রেখ অন্তরে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com